জামিয়া গহরপুর সিলেট -এর ৬৭তম বার্ষিক মাহফিল সম্পন্ন

জামিয়া গহরপুর সিলেট -এর ৬৭তম বার্ষিক মাহফিল সম্পন্ন

জামিয়া ডেস্ক: বরেণ্য বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দিন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের ‘৬৭তম বার্ষিক মাহফিল’ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে।
বাদ জুহর থেকে জামিয়ার ফুজালা-প্রাক্তন ছাত্র ও আল্লামা গহরপুরী রহ.-এর ভক্ত-মুরিদানদের পদচারণায় মুখরিত হয়ে উঠে গহরপুর জামিয়ার প্রাঙ্গণ।
জমিয়ার মুহতামিম, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরীর সভাপতিত্বে মাহফিলে দেশের বরেণ্য উলামা-মাশায়েখ ও প্রাজ্ঞ ইসলামিক স্কলাররা যোগদান করেন।
মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ ও মাওলানা সালেহ আহমদ মক্কীর সঞ্চালনায় মাহফিলে উদ্ভোধনী বয়ান রাখেন জামিয়ার শাইখুল হাদীস আল্লামা আব্দুল হাই উমরপুরী। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন সুনামগঞ্জের দরগাহপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ কাসেমী, মাওলানা মেরাজুল হক মাজহারী, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, ঢাকার চকবাজার শাহি মসজিদের খতিব মুফতি মিনহাজ উদ্দিন, মাওলানা ওলিউল্লাহ আজাদী, মাওলানা আব্দুল হাই বাহুবলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাতের শেষ প্রহরে মঞ্চ আলোকিত করেন আল্লামা গহরপুরী রহ. এর অন্যতম খলীফা আল্লামা শফিকুল হক সুরইঘাটী। আগত দ্বীনদরদী মুসল্লীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসীহত করে আখেরী মোনাজাত করেন।
পরে হৃদয়ের খোরাক নিতে আসা মুসল্লীরা সালাতুল ফজর আদায় করে গন্তব্যে ফেরেন।

 

শেয়ার করুন

  • Share this post on Facebook
  • Tweet about this post
  • Share this post on Delicious
এখনো কোনো মন্তব্য করা হয় নি।

New comments are closed.