সহীহ বুখারীর সমাপনী দারস সম্পন্ন

সহীহ বুখারীর সমাপনী দারস প্রদান করেন দারুল উলূম দেওবন্দের উস্তাযুল হাদীস মাওলানা মুহাম্মাদ আফজাল কাইমুরী (হাফিজাহুল্লাহ)

জামিয়া ডেস্ক: ৩০ জানুয়ারী ২০২৪ ঈ. মঙ্গলবার বিকাল ৩টায় জামিয়া গহরপুর সিলেটে সহীহ বুখারীর সমাপনী দারস সম্পন্ন হয়েছে। দারস প্রদান করেন দারুল উলূম দেওবন্দের উস্তাযুল হাদীস ও সাবেক নাজিমে তালীমাত মাওলানা মুহাম্মাদ আফজাল কাইমুরী (হাফিজাহুল্লাহ)।

উল্লেখ্য, জামিয়া গহরপুরের মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন আহমদ গহরপুরীর আমন্ত্রণে ৩দিনের সফরে সিলেট আগমন করেন হযরত মাওলানা মুহাম্মদ আফজাল কাইমুরী (হাফিজাহুল্লাহ)। তিনি ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারী তিনদিন জামিয়া গহরপুরে অবস্থান করেন এবং সিলেট বিভাগের বেশ কিছু দীনি মাহফিলে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন।

শেয়ার করুন

  • Share this post on Facebook
  • Tweet about this post
  • Share this post on Delicious
এখনো কোনো মন্তব্য করা হয় নি।

New comments are closed.